আজকে আমরা আপনাদের জনপ্রিয় অনলাইন SEO টুলসের ওয়েবসাইট SEMrush এর একটি কোর্স শেয়ার করবো, শেয়ার করবো বলতে আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে কোর্সটি করবেন।
তো যারা SEMrush সম্পর্কে জানেন না তাদের বলে রাখি SEmruch বিশ্বের অন্যতম জনপ্রিয় এস ই ও টুলসের ওয়েবসাইট, এখান থেকে আপনি আপনার সাইটের এসইও এর সব কিছু করতে পারবেন না দেখতে পারবেন। আর তাদের একাডেমীর কোর্স করা মানে আপনি সঠিক যায়গা থেকে সঠিক কিছু শিখবেন। এবং কোর্সটি করার পর কিন্তু আপনি সার্টিফিকেটের জন্য পরিক্ষা দিতে পারবেন।
কি কি পাচ্ছেন কোর্সে?
- Organic Research
- Keyword Analytics
- Backlinks
- Organic Traffic Insights
- Traffic Analytics
- Sensor
- Keyword Magic Tool
- SEO Content Template
- On Page SEO Checker
- Position Tracking
- Site Audit
- Backlink Audit
- Content Analyzer
- PDF Report
তো কথা না বাড়িয়ে কিভাবে ফ্রিতে করবেন সেটা দেখাই।
ফ্রিতে কোর্সটি করতে হলে আপনাকে এখানে ক্লিক করে আগে একটি একাউন্ট করতে হবে। আপনার ইমেইল নাম দিয়ে একাউন্ট করে ফেলুন।
তারপর আবার এই লিংকে ক্লিক করে সারাসরি চলে যান, দেখুন পেয়ে যাবেন কোর্সের এক্সেস।
আশা করি যারা SEO শিখতে চান তাদের জন্য এই বিনামূল্যের কোর্সটি অনেক উপকারে আসবে।
অহ হ্যা আমাদের কিন্তু সকল ফ্রিল্যান্সারদের নিয়ে প্রথম মিটাপ হচ্ছে ফ্রেবুয়ারি মাসের ২৮ তারিখ, সেখানে দেশ সেরা অনেক ফ্রিল্যান্সার’রা আসতাছে এবং সেখানে আপনাদের জন্য হেল্পফুল রিসোর্সের ব্যাবস্থা থাকবে।
আরো জানতে বা টিকেট কিনতে ভিজিট করুন