
আপনি কি কোডিং ভয় পান? কিন্তু ওয়ার্ডপ্রেস শিখতে চান? তাহলে আপনার জন্য learnwithsf এর এই কোর্স। ওয়ার্ডপ্রেস দিয়ে বিশ্বের ৩৫ ভাগ ওয়েবসাইট তৈরি বর্তমানে। সুতরাং চিন্তা করে দেখেন ওয়ার্ডপ্রেসের কাজ জানলে আপনি নিজের জন্য+ ফ্রিল্যান্সিং মার্কেটে প্রচুর কাজ করতে পারবেন।
————কোডিং দক্ষতা ছাড়াই ওয়ার্ডপ্রেস বিগেনার টু প্রো ( উইথ লাইভ ১০ টি প্রোজেক্ট)————-
কোর্স মডিউলঃ
★ ওয়ার্ডপ্রেস পরিচিতি
★ ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা পৃথিবীর সেরা ১০ টি ওয়েবসাইট
★ ডোমেইন হোস্টিং কী? সিপ্যানেল এর পরিচিতি
★কীভাবে লোকাল হোস্ট/সার্ভারে ওয়ার্ডপ্রেস সেটাপ করতে হয়
★ ওয়ার্ডপ্রেস এডমিন পরিচিতি
★পার্ট টু★
অর্থাৎ এরপর আমরা লাইভ কিছু ওয়ার্ডপ্রেস এর সেরা থিমসের কাজ শিখবো এবং সাইট তৈরি করবো।
★ ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ পেপার ওয়েবসাইট বানানো শিখবো
★ ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স সাইট বানানো শিখবো
★ ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং ওয়েবসাইট বানানো শিখবো
★ ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা পোর্টফলিও ওয়েবসাইট বানানো শিখবো
★ ওয়ার্ডপ্রেস দিয়ে স্কুল/কলেজ ওয়েবসাইট বানানো শিখবো
বোনাসঃ ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কীভাবে ৫০০+ রকমের সাইট বানায় সেই টিপস এন্ড ট্রিকস দিবো।
বিঃদ্রঃ ঐ সাইট গুলো বানাবো আমরা কোন কোডিং ছাড়াই!
অর্থাৎ কোডিং দক্ষতা ছাড়াই এতো কিছু শিখবো! এবং এই সব করতে প্রায় $৫০০ এর প্রিমিয়াম থিমস প্লাগিন্স ব্যাবহার করবো, তবে আমরা সবই আপনাদের ফ্রিতে প্রোভাইড করবো লাইসেন্স সহ।
এরপর অতিরিক্ত লেসনে আমরা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এবং কীভবে ওয়ার্ডপ্রেস’র কাজ করে ইনকাম করবেন সেটা জানবো।
পার্ট থ্রিঃ
★ ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক থেকে কীভাবে বাচাবেন?
স্পেশাল ক্লাস; মোবাইল দিয়ে কীভাবে ওয়ার্ডপ্রেস সাইট কাস্টোমাইজ করা যায় সেটা শিখবো
★ ওয়ার্ডপ্রেস থিমস কাস্টোমাইজ করে কত টাকা ইনকাম করা যায় সেইগুলোর প্রমান দেখাবো সেই সাথে আপনি কীভাবে করবেন সেটি দেখাবো! অর্থাৎ ফাইভারে একাউন্ট করা শিখবো + গিগ তৈরি করা শিখবো + ফ্রিল্যান্সরে বিড করা শিখবো + প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিখবো।
সর্বশেষ আমরা ফ্রিল্যান্সিং এর টাকা কীভাবে তুলে সেটি দেখবো + কীভাবে লোকাল ক্লাইন্ট ম্যানেজ করবেন সেই টিপস দিবো।
কোর্স রেজিস্টেশন ফিঃ ১ হাজার টাকা
কোর্সের সাথে কি কি পাচ্ছেন?
ফ্রি xyz ডোমেইন+ ১ জিবি হোস্টিং (যেটা শিখার জন্য আমরা ব্যাবহার করবো)
৩০০+ ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমস প্লাগিন্স যেইগুলো দিয়ে আমরা ৩ হাজার রকমের ওয়েবসাইট বানাতে পারবো ।
কীভাবে ক্লাস হবে?
আপনি এই লিংকে ক্লিক করে আগে রেজিস্টেশন করে নিবেন, অব্যশই পেমেন্ট সহ। পেমেন্ট কনফার্ম এর পর আমরা আপনাকে ইমেইলে বা মোবাইলে কনফার্মেশন মেসেজ পাঠাবো। তারপর আমরা আপনাকে আমাদের একটি আলাদা গ্রুপে এড করবো। সেখানে থিমস প্লাগিন্স সহ প্রতিদিন আমরা দুইটি ক্লাস নিবো। ঐ গ্রুপে আপনাকে আমরা সব ইউনিট আকাড়ে সাজিয়ে রাখবো। যদি কেও লাইভ ক্লাস মিস করেন তাহলে রেকর্ড দেখতে পারবে।
বিঃদ্রঃ আমাদের ওয়েবসাইটে কোর্স আপডেট এর পর আপনাকে ফ্রিতেই কোর্সের এক্সেস দিয়ে দিবো। সময় সল্পতার জন্য আমরা সাইটে আপাতত কাউকে এক্সেস দিচ্ছি না।
কোর্সের ট্রেইনার হিসাবে আছেনঃ কাশিম উদ্দিন মাছুম, মাহমুদুল হাসান খান এবং জাহাঙ্গীর আলম
ফেসবুক গ্রুপঃ
ফেসবুক পেজঃ
মোবাইলঃ 01714-716633
ইমেইলঃ sofolfreelancer@gmail.com
Araf
আগস্ট 17, 2020Kashim Vai ei course ta ki ekhono pabo?