আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি তাদের সব সময় ডিজাইনের জন্য ক্লিপআর্টের ধরকার হয়। তাই আজকে আমরা এমন কিছু সাইট সম্পর্কে জানবো যেগুলা থেকে যে কোন সময় ফ্রিতে যে কোন ফাইল ডাউনলোড করা যাবে।
Vecteezy
আমার অনেক পছন্দের একটি সাইট হলো Vecteezy, আপনি এখানে ফ্রিতে যে কোন রকমের ক্লিপ আর্ট পেয়ে যাবেন।
Clker 12
Vector Portal 12
Vector Portal is aptly named. With thousands of free, royalty-free .ai and .eps images, you’re sure to find high-quality free clipart downloads for your next project.
Editing them may require an image editing studio like the open-source and free GIMP or industry-standard Adobe Illustrator. We saw an average of 4 ads per page.
Free PNG Img 7
নামের সাথেই তারা ফ্রী লাগাইছে, সুতরাং চিন্তা করে দেখুন ভিতরে ও সব ফ্রি আছে! তাদের ৫০হাজার+ কালেকশন আছে তাই আপনার পছন্দের ফাইল অনাহাসেই পেয়ে যাবেন।
All Free Download 8
এদের ডিজাইন গুলা অনেক ক্রিয়েটিভ হয়। তাই এদের ডিজাইন গুলা ডাউনলোড করে দেখতে পারেন।
Public Doma 2i 2n Clip Art 2
এখনা প্রায় ১ লাখের বেশী ফাইল রয়েছে, png/jgp সহ যে কোন রকমের ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
MyCuteGraphics 1
নামের মত তাদের ডিজাইন গুলা ও অনেক কিউট, এখান থেকে ডাউনলোড করতে আপনাকে কোন একাউন্ট খুলতে হবে না।
SweetClipArt 2
সুইট ক্লিপ আর্ট আমার অনেক পছন্দের একটি ওয়েব সাইট তারা Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 3.0 Unported এই লাইসেন্সের আন্ডারে আপনাকে সব কিছু প্রোভাইড করে।
আপনি আপনার যে কোন কাজের জন্য এগুলা ব্যাবহার করতে পারবেন , তবে বিক্রি করতে পারবেন না।
Artvex 1
এখানের সব চেয়ে মজার ফিচার হলো গুগল সার্চ বক্সের মাধ্যমে যে কোন ক্লিপআর্ট পেয়ে যাবেন।
WPClipart 1
টিশার্ট ডিজাইনের জন্য যত রকমের ক্লিপার্ট লাগে সবই এই সাইটে পেয়ে যাবেন।
Classroom Clip Art
এখানে ফ্রি আর পেইড দুই রকমের ডিজাইন পাবেন, তবে এখানে আপনি আপনার পছন্দের ক্লিপআর্ট ফ্রিতেই পেয়ে যাবেন।
ClipArt ETC
একধম সাদাকালো ডিজাইনে এই অসাধারণ সাইট থেকে আপনি ফ্রীতেই যে কোন ক্লিপার্ট ডাউনলোড করতে পারবেন।
Absolutely Free Clipart 2
এটা অব্যশই ফ্রী আরেকটি সাইট, এখানে এড কিছু সমস্যা করবে। তবে এড ব্লকার ইউজ করতে পারেন।
Free Clip Art
নাম শুনেই বুঝতে পারাতাছেন এখানে কি পাওয়া যায়, সুতরাং এই সাইট নিয়ে আর কিছু বলার নাই!
School Clip Art 2
আর্টের জন্য আরেকটি জনপ্রিয় সাইট এটি, এখানে আপনি সকল ধরনের ক্লিপ আর্ট পেয়ে যাবেন অনাহাসেই।
যে কোন সমস্যার সমাধান পেতে বা আরো রিসোর্চ পেতে আমাদের গ্রুপে জয়েন করুন