আসসালামুয়ালাইকুম।সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কারন সফল ফ্রিলান্সার এর সাথে থাকলে সবাই ভালোই থাকে।
আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে আপনারা ফ্রিতে Payoneer এর প্রিপেইড মাস্টারকার্ড ফ্রিতে অর্ডার করতে পারবেন সেটা শেখাবো। সো ফাইনালি আমি আজকে আপনাদের সাথে এই টিউটোরিয়ালটি শেয়ার করতেছি। তো চলুন বেশি বকবক না করে কাজের কথাই আসি।
প্রথমেই আপনারা চলে যাবেন থিমফরেস্ট.নেট এ। এখানে গিয়ে আপনারা সাইনআপ করে আপনাদের প্রোফাইলে লগইন করে নিবেন।(আমি আশা করি আপনারা থিমফরেস্টে সাইনআপ করে একাউন্ট এ লগইন করতে পারবেন)
লগইগ করার পর প্রোফাইলে চলে জাবেন।
তারপর পেআউট এর উপর ক্লিক করবেন।
তারপর নিচের স্ক্রিনসর্ট এর দেখানো জায়গায় ক্লিক করে পরবর্তি স্টেপ এ চলে জাবেন।
তারপর পেয়নার সিলেক্ট করে রেজিস্টার এর উপর ক্লিক করবেন।
তারপর প্রিপেইড মাস্টারকার্ড সিলেক্ট করে সাইনআপ এর উপর ক্লিক করবেন।
তারপর=> নাম, মেইল ইত্যাদি দিয়ে নেকষ্ট এ ক্লিক করবেন।
এড্র্যেস আর মোবাইল নাম্বার দিয়ে নেকষ্ট এ ক্লিক করবেন।
ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে একটা সিকিউরিটি প্রশ্ণ সিলেক্ট করে সঠিক উত্তরটি দিয়ে, ক্যাপচাটি পূরনকরে নেকষ্ট এ ক্লিক করবেন।
তারপর আপনাদের সামনে নতুন একটি ইনটারফেস আসবে এবং সেখানে আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে।আর হ্যা একাউন্ট খোলার সময় সমস্ত তথ্য সঠিক দিতে হবে।নাহলে একাউন্ট ভেরিফাই হবে না।
আইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে সাবমিট এর উপর ক্লিক করবেন।
তারপর……
স্ক্রিনসর্ট এর মত সব টিক দিয়ে অর্ডার এর উপর ক্লিক করবেন।
…..
তারপর এমন একটি পেজ আসবে।এই পেজটি কেটে দিবেন।
তারপর চলে জাবেন এই লিংক এ=> ক্লিক করুন
আপনাদের মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে নিবেন।
লগইন হওয়ার পর উপরে থ্রি ডট এ ক্লিক করবেন।
তারপর সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টার।
ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পর আপনারা বাংলাদেশি NID Card সিলেক্ট করে আপনাদের আইডি কার্ড এর দুই পাশের ছবি আপলোড করে সাবমিট করে দিবেন।
আপনার একাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি আপনার কার্ডনাম্বার এর শেষ ৪ ডিজিট দেখতে পারবেন।
ব্যাস কাজ শেষ।এখন শুধু অপেক্ষার পালা।আপনি যদি সব তথ্য গুলো সঠিক দিয়ে থাকেন তহলে ৩ দিনের মধ্যে আপনার একাউন্ট ভেরিভাই হয়ে যাবে এবং ৭ দিনের মধ্যে তারা আপনার কার্ডটি শিপিং এ দিয়ে দিবে।
কার্ড হাতে পেতে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।আপনার এলাকার পোষ্ট অফিস এ গিয়ে আপনি বলে রাখবেন।কার্ড আসলে তারা আপনাকে জানিয়ে দিবে এবং আপনি সেটা নিয়ে আসবেন।
“তাদের সাপোর্ট এ কথা বলে যে কোনো তথ্য জানতে পারবেন”
কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক গ্রুপ এ পোষ্ট করতে পাবেন।আর যদি সফল ভাবে অর্ডার করতে পারেন তাহলে অবস্যই গ্রুপ এ একটা রিভিও দিবেন।ধন্যবাদ।
asiq
জানুয়ারী 29, 2020VArified acc theke order korbo kivabe?
Md Rabby hasan Bappy
ফেব্রুয়ারী 17, 20200
rajatgkd
ফেব্রুয়ারী 24, 20200
rajatgkd
ফেব্রুয়ারী 24, 20206 নাম্বার স্টেপে ইন্ডিয়ান নাই কেন
sajibghoshjoy
মার্চ 15, 20200
sajibghoshjoy
মার্চ 15, 2020Ami apnader ei system onujayi apply kore Card hate peyechi. Akhon amar poroborti karjokrom ki janale khub upokar hobe.
.
ফ্রিল্যান্সিং কী? কীভাবে সফল ফ্রিল্যান্সার হবেন? - সফল ফ্রিল্যান্সার
জুন 16, 2020[…] দিয়ে ও টাকা আনতে পারবেন। কীভাবে পেনিওয়রের একাউন্ট খুলবেন পড়ে […]
M Hossen Sunny
আগস্ট 31, 2020bangladesh ase na kno. redirect kore onno page a niye jay
Jabed miah
সেপ্টেম্বর 1, 2020Kibaby order hiccah na bai please help