SF Student Ambassador Profile
- Home
- SF Student Ambassador Profile
এই দুই থেকে শুরু
সফল ফ্রিল্যান্সারের যাত্রা শুরু হয় এই ২জন থেকে সেই ধারাবাহিকতায় আজ আমরা ১লক্ষেরও বেশি মেম্বারের কাছে পৌছাতে সক্ষম হয়েছি।
এই সফল ফ্রিল্যান্সারের পাশাপাশি আমরা যাত্রা শুরু করেছি লার্ন উইথ সফল ফ্রিল্যান্সার নিয়ে। আজ আমরা প্রায় ২হাজারেরও বেশি স্টুডেন্ট ম্যানেজ করতে সক্ষম হয়েছি, যারা কিনা আমাদের মাধ্যমে শিখছে। আমরা এইটুকু নিশ্চিত করে বলতে পারি যে আমাদের কোনো গ্রুপের যারা আর্থিক সমস্যা ছিল আমরা তাদের পাশে সর্বোচ্চ পাশে থাকার চেষ্টা করেছি এবং সবচেয়ে বড় কথা আমরা কোনো কোর্সই এমন দাম রাখি নি যাতে করে একজন স্টুডেন্ট দিতে না পারে।
তার ই ধারাবাহিকতায় আমরা আরো একটি পথে যাত্রা শুরু করেছি আর সেটি হলো আপনাদের নিয়ে দ্যাট মিন এম্বাসেডর প্রোগ্রামের কথা বলছি। আমরা যখন প্রথম পোস্টের মাধ্যমে এম্বাসেডর প্রোগ্রামের রেজিস্ট্রেশন চালু করি প্রথম ১২ঘন্টায় ১০০০+ রেজিস্ট্রেশন হয় পরবর্তীতে তা ৫০০০ এর বেশি ছড়িয়ে যাওয়ায় আমরা রেজিস্ট্রেশন বন্ধ করতে বাধ্য হয়েছি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা সবাইকে সিলেক্ট করতে পারি নি তবে বর্তমানে ১৫০টির বেশি প্রতিষ্ঠানে আমাদের এম্বাসেডররা আছেন অফিসিয়ালি। তাদের সবার একটি তালিকা এই পেইজে সংযুক্ত করবো।
যারা এত যাচাই বাচাইয়ের পর সিলেক্ট হয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন!
লিডার
১৫০টিরও বেশি প্রতিষ্ঠানকে সফল ফ্রিল্যান্সার টিমের যে ৬জন ম্যানেজ করছে
উপরেই একটি বিষয় পরিলক্ষিত করেছেন যে আমরা প্রায় ৫হাজারেরও বেশি স্টুডেন্টের রেসপন্স পেয়েছি যারা কিনা আমাদের এম্বাসেডর হওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু দুঃখের বিষয় আমরা সবাইকে রাখতে পারি নি।
একটা মজার ব্যাপার ঘটেছে যখনই আমরা এই ৫হাজারের লিস্টে দেখা শুরু করি তখন কারে বাদ দিয়ে কারে রাখি এই অবস্থা। কয়েক্টা পড়ার পরে তো অবস্থা আরও খারাপ যে সবাই খুব ভালোভাবে রেসপন্স করেছে।
সবকিছু দেখে আমরা একটা সিদ্ধান্তে পৌছালাম, প্রথম পর্যায়ে আমরা ২হাজার জনকে সিলেক্ট করেছি তারপর তাদের প্রত্যেকের কাছে ওয়ান বাই ওয়ান কল দিয়ে ইন্টারভিউ নেয়। তারপর আমরা ওখান থেকে ১৫০টিরও বেশি প্রতিষ্ঠানকে সিলেক্ট করেছি এবং বড় প্রতিষ্ঠান থেকে আমরা একাধিক এম্বাসেডর রেখেছি যাতে করে তারা সমন্নয় করে কাজটা করতে পারে।